শিরোনাম
দিনাজপুর, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : জেলায় একশ শয্যা বিশিষ্ট জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্স সেন্টারে ওয়ান স্টোপ কেয়ার স্প্রেশালাইজড জেনারেল হাসপাতালে স্বল্প খরচে চিকিৎসা সেবা কার্যক্রম চালু করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১২ টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক একেএম আজাদ এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এই চিকিৎসা সেবা হাসপাতালে দুই শিপ্টে বহির্বিভাগে ৫০ টাকার টিকেটে রোগীরা পাবেন দু'বার করে চিকিৎসা সেবা। সেই সাথে রোগ জীবানু নির্নয়ে ৩০ টাকা থেকে শুরু করে ৩৩০ টাকার মধ্যে আল্ট্রাসনোগ্রাম, এক্সরে, রক্ত মূত্রসহ ১২ ধরনের নমূনা পরীক্ষা নিরিক্ষা করাতে পারবেন সকল বয়সের রোগীরা। বিনামুল্যে রোগীদের কিছু ওষুধ-পত্র দেওয়া হবে। স্বল্প খরচে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা প্রদানে এই কার্যক্রম শুরু করা হলো। দরিদ্র রোগীদের সহযোগিতায় দানশীল ও বিত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
তিনি বলেন,পর্য্যায়-ক্রমে বহির্বিভাগে অল্প টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য সেবা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ প্রসব সেন্টার এবং ডে কেয়ার সার্জারী বিভাগ চালুর উদ্দ্যেগ নেওয়া হয়েছে বলে তিনি আয়োজিত সম্মেলনে অবহিত করেন।
এই বিষয়ে আজ বুধবার এই হাসপাতালে সংবাদ সম্মেলন আয়োজন করে বিস্তরিত তথ্য তুলে ধরেন হাসপাতাল পরিচালনা কমিটির সাধারন সম্পাদক এ.কে.এম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির এবং নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবু বক্কর সিদ্দিকসহ পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, অলাভজনক স্বেচ্ছাসেবী এবং নিজস্ব আয়ে পরিচালনা হিসেবে গত ১৮৯২ সালের ১৩'জুন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালটির প্রতিষ্ঠা করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় বোন (মুরহুমা) সংরক্ষিত আসনের এমপি বেগম খুরশিদ জাহান হক চকলেট। গত ২০০৩ সালে ২৩ এপ্রিল হাসপাতালটির উদ্বোধন করেন, তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
গত ২০২২ সালের ১৭ জুন স্পেশালাইজড জেনারেল হাসপাতালের বহির্বিভাগ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন খুরশিদ জাহান হক চটলেটের পুত্র হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ড.হাসনাইন আক্তার হক।
কয়েক ধাপে হাসপাতালে ক্লোজ হার্ট সার্জারী, এনজিওগ্রাম, পিটিসিএ, ওপেন হার্ট সার্জারী, শিশু কার্ডিওলজি, নিউরো মেডিসিন, নিউরো সার্জারী, অর্থোপেডিক সার্জারী, গাইনী এন্ড অবস্ফিজি-এমওথেরাপী এবং, ডেন্টাল বিভাগ সহ জরুরী চিকিৎসা সেবাসহ ও সম্প্রসারিত কাজ চলমান রয়েছে বলে তিনি ব্যক্ত করেন।