শিরোনাম

খুলনা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) :আসন্ন এসএসসি পরীক্ষায় খুলনায় নতুন করে ৫টি কেন্দ্রের অনুমোদন দিয়েছে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। একই সঙ্গে বোর্ড কর্তৃপক্ষ খুলনার ১১টি স্কুলের এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থগিত করেছে।
নতুন অনুমোদনকৃত ৫টি কেন্দ্র হচ্ছে- রূপসা জে,কে,এস, মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়, তেরখাদা শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ খানজাহান আলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও চালনা কে,সি, পাইলট মাধ্যমিক বিদ্যালয়।
বিষয়টি নিশ্চিত করে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. মো. কামরুজ্জামান জানান, খুলনায় নতুন করে ৫টি কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছে। তবে স্থগিতকৃত কেন্দ্রগুলোর বিষয়ে তিনি বলেন, ছাত্র কমে যাওয়া, অবকাঠামোগত সমস্যা ও অনিয়মসহ বিভিন্ন কারণে কেন্দ্রগুলো বাতিলের ব্যাপারে জেলা প্রশাসকেরও সুপারিশ ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৯ জানুয়ারি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন স্বাক্ষরিত পত্রে খুলনায় ১১টি কেন্দ্র স্থগিতের কথা উল্লেখ করা হয়। কেন্দ্রগুলো হচ্ছে, রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, লোটারী স্কুল, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়, আফিলউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়, আর, আর, এফ মাধ্যমিক বিদ্যালয়, বি, কে, ইউনিয়ন ইনস্টিটিউশন, খানাবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ইসলামবাদ কলেজিয়েট স্কুল।