শিরোনাম
পিরোজপুর , ১৬ জুলাই, ২০২৫ (বাসস):জেলায় আজ জুলাই গণঅভ্যুত্থান এর বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল দশটায় জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান সরকারি বালক উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত এ গ্রাফিতি ও চিত্রাংকন পরিদর্শন করেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নজিবুল ইসলাম মজিবুল, জেলা যুবদলের সদস্য এস কে আলামিন প্রমুখ।
এতে জেলা সদর উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।