শিরোনাম
শেরপুর, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তিন দিনব্যাপী আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতার প্রথম দিন জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।
এ সময় জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সিরাজাম মুনিরার তত্ত্বাবধানে অনুষ্ঠিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার কাজী রিজওয়ানুল হক ও শেরপুর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার।
এ সময় অন্যানের মধ্যে জেলা প্রতিবন্ধী কর্মকর্তা হোসনেয়ারা, জুনিয়র লাইব্রেরীয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, জেলা কালেক্টরেক্ট স্কুলের প্রধান শিক্ষক ইসরাত সুলতানা পুতুল সহ অভিভাবক ও গণগ্রন্থাগারের পাঠক বৃন্দ উপস্থিত ছিলেন।