শিরোনাম

বাগেরহাট,২৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : রামপাল-মোংলা নিয়ে গঠিত বাগেরহাট-৩ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর সঙ্গে দুবলার চরের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় সুন্দরবনের পাদদেশে সমুদ্রবেষ্টিত ঐতিহ্যবাহী দুবলার চরে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
মতবিনিময় সভায় তিনি সিডর, আইলা ও পরবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো অসংখ্য জেলের সলিল সমাধির বেদনা স্মরণ করে তাদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, এই জনপদের জেলেরা শুধু মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন না, তারা প্রতিনিয়ত জীবন বাজি রেখে সমুদ্র ও সুন্দরবনকে আগলে রাখেন। অথচ দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই মানুষগুলো।
তিনি বলেন, ক্ষমতায় গেলে উপকূলীয় জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। দুর্যোগকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, ক্ষতিগ্রস্ত জেলেদের পুনর্বাসন, ন্যায্য মূল্যে মাছ বিপণন, আধুনিক অবকাঠামো ও সহজ শর্তে ঋণ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি সুন্দরবন নির্ভর জেলেদের ওপর হয়রানি বন্ধ ও মানবিক ব্যবস্থাপনার কথাও উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুবলারচর ফিসারম্যান গ্রুপের সভাপতি ও মুক্তিযোদ্ধা হাজী কামাল উদ্দিন আহম্মেদ। তিনি জেলেদের দীর্ঘদিনের বঞ্চনা, দুর্যোগ-পরবর্তী সহায়তার অভাব ও জীবিকার অনিশ্চয়তার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় দুবলারচরসহ আশপাশের এলাকার কয়েক হাজার জেলে ও মৎস্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন। পুরো আয়োজন জুড়ে জেলে সমাজের দুঃখ-কষ্ট, আশা-আকাঙ্ক্ষা ও পরিবর্তনের প্রত্যাশা স্পষ্ট হয়ে ওঠে।