শিরোনাম
পটুয়াখালী, ৮ মে ২০২৫ (বাসস) : জেলা শহরের পুরান বাজার এলাকায় অগ্নিকাণ্ডে একটি কসমেটিক্সের দোকানসহ তিনটি কোম্পানির ডিলারশিপের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক উত্তম দাস।
আজ সকাল ১০টার দিকে পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকায় উত্তম দাসের মালিকানাধীন একটি কসমেটিক্সের দোকানে আগুন লাগে। এতে দোকানের মালামালসহ দোকানের দোতালার গুদামের তিনটি কোম্পানির ডিলারশিপের মালামাল পুড়ে যায়।
স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ২২ এবিএন পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ রহমান এতে নেতৃত্ব দেন।
উত্তম দাস বলেন, ‘আগুনে দোকানের ভেতরের সব মালামাল পুড়ে গেছে। এছাড়াও দোকানের ওপরে দোতলার গুদামে ডিলারশিপের মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে ।’
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, খবর পেয়েই আমাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আধঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।