শিরোনাম
মুন্সীগঞ্জ, ৮ মে, ২০২৫ ( বাসস ) : জুলাই গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জের ১৪ শহীদ পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৪টি শহীদ পরিবারের মাঝে ২ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহম্মেদ চৌধুরী।
জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করীম , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্লাহ ও অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ।
চেক বিতরণকালে ঢাকা বিভাগীয় কমিশনার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সঠিক ইতিহাস সংরক্ষণ করা হবে। আগামী ৫ আগস্ট দেশব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।