বাসস
  ০৮ মে ২০২৫, ১৮:০৩

আইজিপি কাপ শুটিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আরএমপি’র এডিসি নাসিদ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বুধবার বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশন কতৃক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন। ছবি : বাসস

রাজশাহী, ৮ মে, ২০২৫ (বাসস) : বাংলাদেশ পুলিশের বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ও আইজিপি কাপ-২০২৪-এ পয়েন্ট ২২ বোর রাইফেল ওপেন সাইট ৫০ মিটার (পুরুষ) ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) এডিসি নাসিদ ফরহাদ।

রাজধানীর গুলশানে গতকাল বুধবার বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। ৫ থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ছয়টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা হয়। আজ আরএমপি’র মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিযোগিতায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামাল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন প্রধান অতিথি। এসময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিভিন্ন ইউনিটের অংশগ্রহণকারী শ্যুটাররা উপস্থিত ছিলেন। আরএমপি’র পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।