শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, প্রাথমিক স্কুলে শিশুরা সাক্ষরতার পাশাপাশি নৈতিক আচরণগত দিকগুলো শিখে থাকে। ছাত্র -শিক্ষকদের মধ্যে ভালো সম্পর্ক থাকলে এসব বিষয়গুলো খুব সুন্দরভাবে শিশুরা শিখতে পারে।
আজ বৃহস্পতিবার ঢাকায় মিরপুরের পিটিআই অডিটরিয়ামে ‘প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক বিভাগীয় সেমিনারে’ প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ‘আমাদের টার্গেট শিশুরা মাতৃভাষা সুন্দরভাবে বুঝতে পারবে, মনের ভাব প্রকাশ করতে পারবে, কথা বলতে ও লিখতে পারবে এবং গাণিতিক ভাষা যোগ, বিয়োগ, গুণ, ভাগ বুঝতে পারবে। মিনিমাম এ টুকু হলে বাংলাদেশ পাল্টে যাবে। আর আমরা যদি প্রাইমারি স্কুলে এগুলো করতে না পারি আমাদের দেশের ভবিষ্যৎ কখনই ভালো হবে না।’
ডা. বিধান রঞ্জন বলেন, ‘অভিভাবক, শিক্ষক, শিক্ষা কর্মকর্তাসহ আমাদের প্রত্যেকেরই নিজের স্বার্থেই আমাদের ভূমিকাটা আমরা পালন করি- আমাদের শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে তুলি, তাহলে আমাদের দেশ ভবিষ্যতে ভালোর দিকে আগাতে পারবে।’
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিট দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে ৫০জন ছাত্র, অভিভাবক, শিক্ষকসহ কর্মকর্তারা অংশ নেয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষন ইউনিটের মহাপরিচালক তসলিমা আক্তার।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম সাখাওয়াৎ হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।