শিরোনাম
ঢাকা, ৮ মে, ২০২৫ (বাসস) : বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্কাউট আন্দোলন জোরদার করার আহবান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ।
বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটির ৬২তম সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই আহবান জানান। শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে গতকাল বুধবার বিঅনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ।
বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সামাজিক অস্থিরতা, কিশোর গ্যাং ও হতাশায় নিমজ্জিত তরুণ সমাজকে আলোকিত জীবন গঠনে স্কাউটিং এর বিকল্প নেই। নৈতিকতা সম্পন্ন আত্মনির্ভরশীল জাতি গঠনেও এর ভূমিকা অতুলনীয়।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. এ, কে,এম, সামছু উদ্দিন আজাদ, বিভাগীয় উপ-পরিচালক (প্রাথমিক শিক্ষা) ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি মো. আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহ-সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, পার্থ প্রতিম দাশ, মো. জসীম উদ্দিন। উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস,এম, শাহনেওয়াজ আলী মির্জা, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, কাউন্সিলর প্রতিনিধি কামরুন্নাহার বেগম, লিডার ট্রেনার প্রতিনিধি আ.ন.ম. আজগর হোসাইন প্রমুখ।
নির্বাহী কমিটির সভায় আঞ্চলিক উপ কমিশনার নিয়োগ, চট্টগ্রাম অঞ্চলের স্কাউটিং সম্প্রসারণ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের উন্নয়নসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১২ জন আঞ্চলিক উপ-কমিশনার মনোনয়ন প্রদান করা হয়।
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা, মহানগর, কক্সবাজারসহ তিন পার্বত্য জেলা নিয়ে ৬টি জেলা ভিত্তিক চট্টগ্রাম আঞ্চলিক স্কাউটস কার্য নির্বাহী কমিটি গত ২৫ মার্চ অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিল সভায় তিন বছরের জন্য গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার।