শিরোনাম
সুনমগঞ্জ, ৮ মে, ২০২৫ (বাসস) : জেলার ছাতকে বজ্রপাতে মো.মুজিবুর রহমান (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ টারদিকে ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়েরকোল গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত মুজিবুর রহমান উপজেলার মায়েরকোল গ্রামের নুরুল আমিনের ছেলে ও স্থানীয় খুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৮ টারদিকে মায়েরকোল গ্রামের মুজিবুর গুঁড়ি গুঁড়ি বৃিষ্টর মধ্যে বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে গেলে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়।
ঘটনার পরপর স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান বজ্রপাতে মুজিবুরের মৃত্যুর বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন।