বাসস
  ০৮ মে ২০২৫, ১৪:৫৪

জয়পুরহাটে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

ছবি : বাসস

জয়পুরহাট, ৮ মে, ২০২৫ (বাসস) : জেলায় বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। 

আজ সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে জেলা প্রশাসন চত্বর হতে এক র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিন শেষে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক হাসমত আলী, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা। 

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উপ-পরিচালক নাজমুল সাদাত, রেডক্রিসেন্ট যুব ইউনিটের সাবেক যুব প্রধান মিনহাজুল ইসলাম মানিক, যুব রেডক্রিসেন্ট সদস্য রিয়াজুল ইসলাম, শিউলি জান্নাত প্রমূখ।

আলোচনা সভা শেষে ২৫০ শয্যা বিশিষ্ট জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালিত হয়।