বাসস
  ০৮ মে ২০২৫, ১৪:১৪

সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

সুনামগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৮ মে, ২০২৫ (বাসস): ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বজয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলায় শুরু হয়েছে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাস্মদ ইলিয়াস মিয়া।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) তাপস শীল, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রভাষক মো. নূর আমিন বিটি, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)জেলা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা শেফাউর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

জেলা সহকারী কমিশনার মরিয়ম আক্তারের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাকিব হোসেন, সুনামগঞ্জ সরকারি সতীশ চন্দ্র বালিকা(এসসি) বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী শ্রেয়া রায়।

বিজ্ঞান সপ্তাহে রয়েছে বিজ্ঞান বিষয়ক প্রকল্প, কুইজ, সেমিনার ও বিজ্ঞান অলিম্পিয়াড।শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মেলায় বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রকল্পের ২০ টি স্টল বসেছে।

আগামী শনিবার বেলা ১১টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।