বাসস
  ১৩ মার্চ ২০২৫, ২১:১০

মাগুরার সেই শিশুর মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার শোক

ঢাকা, ১৩ মার্চ, ২০২৫ (বাসস) : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার মাগুরার সেই শিশুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত শিশুটি আজ দুপুরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শোক বার্তায় উপদেষ্টা বলেন, নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং তাদের কঠোর শাস্তির আওতায় আনা হবে। 

উপদেষ্টা আরও বলেন, পরিবার, সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানকে নারীর প্রতি সহিংসতারোধে কাজ করে যেতে হবে। ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংসতা আর না ঘটে। 

উপদেষ্টা শিশুটির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।