শিরোনাম
নাটোর, ১১ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ ‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি’ (বাউয়েট) ক্যাম্পাসে বাউয়েট ওয়েলফেয়ার ক্লাবের উদ্যোগে এতিম ও অসহায়দের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে ফ্যাকাল্টি এন্ড অফিসার্স পয়েন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুজ্জামান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল মো. শওকত হুসেন, রেজিস্ট্রার অবসরপ্রাপ্ত লে. কর্ণেল কেএফএ সোহেল, বিভিন্ন অনুষদের ডিনগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা প্রমুখ-সহ শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার ৯০ জন এতিম ও অসহায় ব্যক্তির মধ্যে বিভিন্ন খাদ্য সামগ্রি-সহ ঈদ উপহার বিতরণ করা হয়।