বাসস
  ০৮ মে ২০২৪, ১০:৪৩
আপডেট  : ০৮ মে ২০২৪, ১১:৫৫

গোপালগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু

টুঙ্গিপাড়া(গোপালগঞ্জ), ৮ মে, ২০২৪ (বাসস): যষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে  আজ গোপালগঞ্জের তিনটি উপজেলায় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
জেলার গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তিন উপজেলার ২২৭ টি কেন্দ্রে আজ বুধবার সকাল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে।চলবে একটানা বিকেল ৪ টা পর্যহন্ত।
এ তিন উপজেলায় ৫ লক্ষ ৮৮ হাজার ৪২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে  পুরুষ ভোটর ৩ লক্ষ ৪৮২ জন, নারী ভোটার ২লক্ষ ৮৭ হাজার ৯৪২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৫ জন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়