বাসস
  ২৪ এপ্রিল ২০২৪, ১৭:০৮

নওগাঁয় উফশী আউশ চাষে ৫৮ হাজার কৃষককে প্রণোদনা

নওগাঁ, ২৪ এপ্রিল, ২০২৪ (বাসস) : জেলায় চলতি খরিপ মৌসুমে উফশী আউশ চাষে মোট ৫৮ হাজার কৃষককে সরকারি প্রণোদনা দেয়া হয়েছে। কেবলমাত্র উন্নত ফলনশীল ‘ উফশী’ জাতের আউশ চাষীদের এই প্রণোদনা দেয়া  হয়েছে। 
ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের প্রত্যেককে ১ বিঘা জমির বিপরীতে ৫ কেজি করে বীজ, ১০ কেজি করে ডিএপি সার এবং ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। 
বর্তমান বাজার দর হিসেবে বীজের মুল্য ২৯০ টাকা, ডিএপি সার ২১০ টাকা এবং এমওপি সার ২০০ টাকা হিসেবে প্রত্যেক কৃষকের বীজ ও সারের প্রণোদনার আর্থিক মুল্য ৭০০ টাকা । ফলে জেলায় মোট প্রণোদনার আর্থিক মুল্য ৪ কোটি ৬ লাখ টাকা। 
নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ জানান, উপজেলা ভিত্তিক প্রণোদনা প্রাপ্ত উফশী আউশ চাষীদের সংখ্যা যথাক্রমে নওগাঁ সদর উপজেলায় ৬৬৭০ জন, রানীনগর উপজেলায় ৪২৪০ জন, আত্রাই উপজেলায় ৩১৭০ জন, বদলগাছী উপজেলায় ৪২৪০ জন, মহাদেবপুর উপজেলায় ৭৩৭০ জন, পতœীতলা উপজেলায় ৫২৭০ জন, ধামইরহাট উপজেলায় ৪৫৬০ জন, সাপাহার উপজেলায় ৩৮৭০ জন, পোরশা উপজেলায় ৩৮৭০ জন, মান্দা উপজেলায় ৭৭২০ জন এবং নিয়ামতপুর উপজেলায় ৭০২০ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়