বাসস
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৫৯
আপডেট  : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০২

নাটোরে শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব

নাটোর, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪ (বাসস) : প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শত শিক্ষার্থীর হাতে একসেট করে বই তুলে দেওয়ার মাধ্যমে জেলায় শিক্ষার্থী পারিবারিক পাঠাগার উৎসব শুরু হয়েছে। 
আজ মঙ্গলবার বিকেল তিনটায় একুশের বইমেলায় শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর ড. আতিউর রহমান।
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব বজলুর রহমান এবং জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি আমিনুল হক বাবুল।
ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরী ও জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহযোগিতায় এই পাঠাগার উৎসবের আয়োজন করেছে জেলা প্রশাসন।
ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক আলতাফ হোসেন জানান, পারিবারিক পাঠাগার উৎসবে প্রত্যেক শিক্ষার্থীকে সাতটি করে বিভিন্ন বিষয়ভিত্তিক বই প্রদান করা হয়েছে। এসব বই সংশ্লিষ্ট শিক্ষার্থী বাড়িতে নিজে পড়বে, বাড়ির অন্য সদস্যদের পড়তে দেবে এবং পারিবারিক লাইব্রেরী স্থাপনে ভূমিকা রাখবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়