বাসস
  ০১ জুন ২০২৩, ২১:০২

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ খাতে ১০ হাজার ২২৯ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব

ঢাকা, ১ জুন, ২০২৩ (বাসস) : আগামী ২০২৩-’২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ১০ হাজার ১১৭ কোটি ৭৯ লাখ ৬২ হাজার টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
গত অর্থবছরে এই খাতে প্রস্তাব করা হয়েছিল ১০ হাজার ২২৯ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ১০ হাজার ৭৬৩ কোটি ৯৭ লাখ ৪৭ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, ২০২৩-২৪ অর্থবছরে অতিদরিদ্রদের কর্মসংস্থানের লক্ষ্যে দুর্যোগপ্রবণ এলাকার বেকার জনগোষ্ঠির কর্মসৃজন; দুর্যোগজনিত ঝুঁকি হ্রাস কার্যক্রম অব্যাহত রাখা এবং তাৎক্ষণিক প্রয়োজনে জিআর কর্মসূচি বাবদ ১ লাখ ২৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য এবং ভিজিএফ কার্যক্রম বাবদ ২ লাখ ৯০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ কার্যক্রম গ্রহণ; গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ কোটি এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১ হাজার ৪৫০ কোটি টাকা ব্যয়ে গ্রামীণ এলাকায় গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাড়ি নির্মাণসহ অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে। 
এ ছাড়া বন্যাপ্রবণ, নদীভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র ও উপকূলবর্তী অঞ্চলসহ অন্যান্য ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় মাল্টিপারপাস সাইক্লোন সেল্টার নির্মাণ এবং পুরাতন আশ্রয় কেন্দ্রসমূহের পর্যায়ক্রমে মেরামত, উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে মুজিব কিল্লা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন,  দেশের প্রতিটি জেলায় ১টি করে গুদাম নির্মাণ প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন; ভূমিকম্প ও অন্যান্য দুর্যোগে উদ্ধার অপারেশন চালানোর জন্য প্রয়োজনীয় উদ্ধার যন্ত্রপাতি ও যানবাহন সংগ্রহ প্রকল্প বাস্তবায়ন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, এবং দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক গড়ে তোলাসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়