বাসস
  ০৯ মে ২০২৫, ১২:৩৩

রাসিকের সাবেক মেয়র লিটনের এপিএস টিটু আটক

ছবি : বাসস

রাজশাহী, ৯ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ভোর ৫টার দিকে তাকে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার চাকরাই এলাকা থেকে আটক করা হয়। সেখানে তিনি একজন মোটর শ্রমিক ইউনিয়নের নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন। 

এই তথ্য নিশ্চিত করে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বাসস’কে বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ খান টিটুকে আটক করা হয়েছে। এরসাথে স্থানীয় আরো কয়েকজনকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

উল্লেখ্য, টিটুর বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে।