বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৯:১৫

আপিল করতে আবুল কালাম আজাদকে রায়ের সত্যায়িত অনুলিপি প্রদানের নির্দেশ

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আজাদকে তার রায় সংক্রান্ত কাগজপত্রের সত্যায়িত অনুলিপি প্রদানের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ হাজির হয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবুল কালাম আজাদের  পক্ষে শুনানি করেন আইনজীবী মশিউল আলম। এসময় ট্রাইব্যুনালে প্রসিকিউসন পক্ষে ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।

আজকের আদেশের বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামীম বাসসকে বলেন, রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আবুল কালাম আজাদের সাজা স্থগিত রয়েছে। তাই ট্রাইব্যুনাল আজ তার রিলিজের আবেদনে কোন আদেশ দেননি। তবে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করতে তাকে রায় সংক্রান্ত কাগজপত্রের সত্যায়িত অনুলিপি প্রদানের নির্দেশ দিয়েছেন।

আওয়ামী লীগের আমলে ২০১৩ সালের ২১ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। আবুল কালাম আজাদের মৃত্যুদণ্ডের রায়ই ছিল মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে কোন মামলার বিচারের প্রথম রায়। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।