বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ১৫:৪১

কুমিল্লা-৪ আসনে বিএনপি’র প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট খারিজ

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আনা রিট পিটিশন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে করা রিটটি আজ খারিজ করে আদেশ দেন বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।

আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অপর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী সালাউদ্দিন দোলন ও মামুন মাহবুব।

রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার সে সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির অভিযোগে করা সে আপিল গত ১৭ জানুয়ারি মঞ্জুর করে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ হয়। তবে ইসির এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী।