শিরোনাম

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস): ভোটের আনুষ্ঠানিক প্রচারাভিযান শুরু করতে ঢাকা থেকে সিলেট পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।
সঙ্গে রয়েছেন তার সহধর্মিনী জুবাইদা রহমান ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ বুধবার রাত ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এম এ জি ওসমানি বিমান বন্দরে পৌঁছেছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
‘বহুল প্রতিক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় অংশ নিতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট পৌঁছেছেন। বিএনপি চেয়ারপার্সন রাত ৯টায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। নফল নামাজ আদায় করেন এবং মুক্তিযুদ্ধে প্রধান সেনাপতি মরহুম জেনারেল (অবঃ) এম. এ. জি. ওসমানীর কবর জিয়ারত করেন।
এর আগে গুলশানের বাসা থেকে তিনি হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা হন ৬টা ৩৮ মিনিটে।
সিলেট ওসমানি বিমান বন্দরে জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী, মহানগর ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েসসহ নেতারা বিএনপি চেয়ারপার্সনকে অভ্যর্থনা জানান।
পরে সেখান থেকে সড়ক পথে ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলিত লাল সবুজ বাসে চেপে সরাসরি হয়রত শাহ জালাল (রহ.) মাজারে যান। মাজার জিয়ারতের পর সেখান থেকে খাদিম নগরে হয়রত শাহ পরানের মাজার জিয়ারত করেন।
হয়রত শাহ জালাল ও হয়রত শাহ পরাণের মাজার জিয়ারত শেষে সিলেটের দক্ষিন সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুড় মরহুম মাহবুব আলী খানের বাড়িতে যাবেন। সেখানে কিছু সময় অবস্থানের পর সিলেট শহরে গ্রান্ড সিলেটে রাত্রি যাপন করবেন।
জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘২০০৪ সালে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে দারিদ্র্য বিমোচন কর্মসূচির উদ্বোধন শেষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো যান। ২১ বছর পর তিনি দ্বিতীয়বারের মতো সেখানে যাবেন।’