বাসস
  ২১ জানুয়ারি ২০২৬, ২১:০১
আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ২২:০৬

আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন সিমিন রহমান

ফাইল ছবি

ঢাকা, ২১ জানুয়ারি, ২০২৬ (বাসস) :  ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমান ও তার মা শাহনাজ রহমান।

আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করা হয়।

আজ সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহের আদালত এই মামলায় ৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নেন। তবে আদালতে উপস্থিত না হওয়ায় সিমিন রহমান ও তার মা শাহনাজসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। 

সিমিন রহমানের আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

২০২৪ সালের ২২ ফেব্রুয়ারি শাযরেহ হক বাদী গুলশান থানায় মামলা করেন। তদন্ত শেষে গত ১১ জানুয়ারি পিবিআইয়ের পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন