বাসস
  ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৫০
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ১৩:৫৪

নতুন প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনা ৪ জানুয়ারি

ঢাকা, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে আগামী ৪ জানুয়ারি সংবর্ধনা দেবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এতে আরও বলা হয়, নব-নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতির জন্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে আগামী ৪ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় আপিল বিভাগের ১ নং এজলাস কক্ষে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রধান বিচারপতি সদয় সম্মতি জ্ঞাপন ও অনুমতি দিয়েছেন।

দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে গত ২৮ ডিসেম্বর শপথ গ্রহণ করেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

১৯৮৫ সালে তিনি জজ কোর্টে এবং ১৯৮৭ সালের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। এর দু’বছর পর তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হন। ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।

জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের ওপর আরও একটি মাস্টার্স করেন।