শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদক প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহেমেদ এ তথ্য জানিয়েছেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ আজ মঙ্গলবার এই মামলাটি দায়ের করা হয়।
দুদক জানায়, ২০১৪ সালের ২৩ জানুয়ারি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এম শামসুল আরেফিন ও সাবেক সিএফও উত্তম কুমার সাহা (বর্তমানে মৃত) রিলাক্স পরিবহন প্রাইভেট লিমিটেডের পক্ষে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ মনসুরুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক সোয়াইবুল ইসলামের সাথে যোগসাজশ করে বোর্ডের কোনো অনুমোদন ছাড়াই ৩০ লাখ টাকা স্থানান্তর করেন। ২০২৪ সালের ৩১ আগস্ট পর্যন্ত সুদসহ এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৮৬ হাজার ৮২৮ টাকা।
আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা অসৎ উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে প্রতারণা ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের কোনো রেকর্ডপত্র দাখিল বা বোর্ড সভায় উপস্থাপন না করেই এই টাকা আত্মসাৎ করেছেন। রিলাক্স পরিবহন প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে উত্তরা ফাইন্যান্সের কাছে কোনো ঋণ বা শেয়ার ক্রয়ের আবেদন না করা সত্ত্বেও এই টাকা স্থানান্তর করা হয়।
দুদকের তথ্যমতে, উত্তরা ফাইন্যান্সের আইএফআইসি ব্যাংক কাওরান বাজার শাখার হিসাব থেকে রিলাক্স পরিবহনের ইসলামী ব্যাংক চকবাজার শাখার হিসাবে টাকা স্থানান্তর করা হয়। এখন পর্যন্ত রিলাক্স পরিবহন এই টাকা ফেরত দেয়নি।