বাসস
  ৩১ ডিসেম্বর ২০২৫, ১৫:৫০

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

রাজশাহী, ৩১ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলার বাগমারা উপজেলায় ভ্যানচালক ফারুককে প্রকাশ্যে হত্যা মামলার মূলহোতা এজাহারনামীয় ১ নং আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 

আজ বুধবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিএনজি মালিক সমিতির সভাপতি ১ নং আসামি রেজাউল করিম (৪৭), মতিন (৪০), রফিকুল ইসলাম ওরফে রফিক ড্রাইভার (৪০), আসাদুল ইসলাম (৩৬), হাবিবুর রহমান (৫৫) ও আ. হান্নান (৩৮)। আসামিরা সবাই বাগমারা উপজেলার বাসিন্দা। 

র‌্যাব জানায়, মামলার বাদী মোসলেম সরদার (৫৪) এর ছেলে ওমর ফারুক পেশায় একজন ভ্যান চালক। চলতি মাসের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে তার ব্যবহৃত ভ্যান গাড়ি নিয়ে অবস্থান করলে এজাহারনামীয় আসামিরা চোর সন্দেহে তাকে আটক করে। এরপর ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধভাবে তাকে দুই ঘণ্টার বেশি সময় ধরে লোহার রড দিয়ে মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে ফারুককের চার হাত-পায়ে লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হয়। 

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রাজশাহী জেলার বাগমাড়া থানায় ১২ জন এজাহারনামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার আসামিদেরকে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব।

এর ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সদর কোম্পানী, সিপিসি-২, নাটোর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস রোডে রাজশাহী-ঢাকাগামী হাইওয়ে র‌্যাবের আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে হত্যা মামলার মূলহোতা এজাহারনামীয় ১ নং আসামি সিএনজি মালিক সমিতির সভাপতিসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।