শিরোনাম

বরিশাল, ১ জানুয়ারি, ২০২৬ (বাসস): নতুন বছরের (২০২৬) শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পেয়ে উচ্ছ্বসিত।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোন প্রকার বই উৎসব করা হয়নি। তবে আজ বৃহস্পতিবার বছরের শুরুর দিনেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থীরা।
বরিশাল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা মোস্তফা কামাল বাসসকে জানান, বরিশাল জেলায় প্রাক-প্রাথমিক পর্যায়ে ১ হাজার ৫৮৮ টি বিদ্যালয়ে এ বছর বইয়ের চাহিদা ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি। এর মধ্যে ১১ লাখ ৬৪ হাজার ৬০০ নতুন বই ইতোমধ্যে পৌঁছে গেছে। বাকি ২ হাজার ৬০৮টি বই খুব শিঘ্রই পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেছেন এই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।
এছাড়া বরিশাল বিভাগে মাধ্যমিক স্তরে বইয়ের মোট চাহিদা ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি। এর মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্সকর্তারা ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি বই বুঝে পেয়েছেন। এর মধ্য মোট বিতরণ হবে ৪৬ লাখ ৩২ হাজার ৭২৬টি বই। এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অনান্য স্তরের মোট চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬ টি। আর এখন পর্যন্ত ১ কোটি ১৮ হাজার ৪৭৭ টি বই পাওয়া গেছে যা সব বইয়ের ৭৩ দশমিক ২৩ ভাগ বলে জানিয়েছে জেলা প্রার্থমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরের মোট বইয়ের চাহিদা ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬ টি আর প্রাপ্তি ১ কোটি ১৮ হাজার ৪৭৭ টি। যার ৭৩ দশমিক ২৩ ভাগ নতুন বই পৌঁছেছে বলে জানান তিনি।
বরিশাল জিলা স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল ইসলাম বাসসকে বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক থাকায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসবের কোনো আয়োজন করা হয়নি। কিন্তু শ্রেণিকক্ষে বসে সকল শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, নতুন বছরের শুরুতে বই পেয়ে তারা খুশি। এতে আগামীতে একটি ভালো ফলাফল পাওয়ার আশা শিক্ষার্থীদের।