শিরোনাম

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের উম্মাল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসা ভবনে বিস্ফোরণের ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেফতার আহসান উল্লাহর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার তাকে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ঢাকার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা জেলা আদালতের কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ কামাল উদ্দীন বাসসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৬ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ককটেল, দাহ্য পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় ২৮ ডিসেম্বর সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম লিটন।