শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সুপ্রিম কোর্টের সকল অফিস ও সেকশনে অনিয়ম-দুর্নীতি বন্ধে শক্তিশালী বার গঠনের লক্ষ্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানিয়েছে ‘ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স’।
আগামী ১০ জানুয়ারির মধ্যে নির্বাচনের আয়োজন করা না হলে বিশেষ তলবি সভা ডেকে বর্তমান এডহক কমিটি ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠনটি।
বুধবার সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় আহবায়ক এসএম আজমল হোসেন বাচ্চু, সদস্য সচিব এরশাদুল বারী খন্দকার, যুগ্ম আহ্বায়ক মুস্তাফা আজগর শরিফি, যুগ্ম সদস্য সচিব নাজমুস সাকিব, মুখ্য সংগঠক সাকিল আহমাদ প্রমুখ।
বক্তারা বলেন, সুপ্রিম কোর্ট বারের একজন আইনজীবী এখানে ভোট দিলে জেলা বারে দিতে পারবেন না। আবার জেলা বারে ভোট দিলে সুপ্রিম কোর্ট বারে দিতে পারবেন না। একাধিক বারের সদস্য থাকা বিষয়ক বিধানের সংশোধনও জরুরি। আইনজীবীরা শুধু একটি সমিতিতে ভোট দিতে পারবেন-এমন বিধান পুনঃপ্রবর্তনের দাবী জানান তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিনিয়র এডভোকেট ফারুক আহমদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারি সিনিয়র এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি এ.বি.এম রফিকুল হক তালুকদার রাজা, বিকল্পধারা বাংলাদেশ এর মহাসচিব শাহ আহমেদ বাদল, এডভোকেট আশরাফুজ্জামান প্রমুখ।