বাসস
  ০৪ আগস্ট ২০২৫, ২১:১৫

নালায় পড়ে জ্যোতির মৃত্যুর ঘটনা তদন্ত চেয়ে রিট 

ফাইল ছবি

ঢাকা, ৪ আগস্ট, ২০২৫ (বাসস) : গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় নালায় পড়ে নিখোঁজ হওয়ার পর শালিকচূড়া বিল থেকে ফারিয়া তাসনিম জ্যোতির মরদেহ উদ্ধারের ঘটনা তদন্তে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট আবেদন করা হয়েছে।

আজ সোমবার এই রিট আবেদন শুনানির জন্য উপস্থাপন করা হলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি
সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী সপ্তাহে শুনানির জন্য দিন ধার্য রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইয়াছিন আলফাজ।

এর আগে গত রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়।

নালায় পড়ে মারা যাওয়া ফারিয়া তাসনিম জ্যোতির (৩২) পরিবারকে কেন পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না রিটে সেই মর্মে রুল জারির আবেদন জানানো হয়। রিটে গাজীপুর সিটি কর্পোরেশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

গত ২৯ জুলাই টঙ্গীর শালিকচূড়া বিল থেকে জ্যোতির মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস ও সিটি করপোরেশনের কর্মীরা।