বাসস
  ৩০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪২
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে

ঢাকা, ৩০ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

আজ বাংলাদেশ বেতার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ যোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।

জানাজার কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা-ক ৬৯৩ কিলোহার্জ, মধ্যম তরঙ্গ ৬৩০ কিলোহার্জ, এফএম ১০৬.০ মেগাহার্জ, এফএম ১০৪.০ মেগাহার্জ, এফএম ১০২.০ মেগাহার্জ, এফএম ৯২ মেগাহার্জ, এফএম ৯০ মেগাহার্জ, এফএম ৮৮.৮ মেগাহার্জে এবং ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ: Bangladesh Betar থেকে সরাসরি সম্প্রচার করা হবে। একই সাথে বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সকল এফএম ব্যান্ডে অনুষ্ঠানটি একযোগে রিলে করা হবে।