বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:০৬
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১৪:৪২

জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যথাযথ মর্যাদা দিতে হবে : দিনাজপুর-৫ আসনের এনসিপি প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর ও ফুলবাড়ী) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. আব্দুল আহাদ।  ছবি: বাসস

দিনাজপুর, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসনে (পার্বতীপুর ও ফুলবাড়ী) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ডা. আব্দুল আহাদ বলেছেন, উন্নয়নমূলক কাজ করতে চাই।  

তিনি এলাকায় অবস্থিত খনিজ সম্পদের দৃশ্যমান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং নান্দনিক পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন

এক সাক্ষাৎকারে নির্বাচনী প্রতিশ্রুতি, আচরণবিধি প্রতিপালন, গণভোটের গুরুত্ব এবং আসন্ন নির্বাচন নিয়ে প্রত্যাশার কথা তুলে ধরেছেন। সাক্ষাৎকার নিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) দিনাজপুর জেলা সংবাদদাতা রোস্তম আলী মণ্ডল।

বাসস : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

ডা. আব্দুল আহাদ : আমার নির্বাচনী এলাকায় ভোটারদের পাশে গিয়ে আমি তাদের মানসিক অবস্থা বুঝেছি। তারা শান্তিতে-নিরাপদে থাকতে চান, সন্ত্রাস এবং দুর্নীতি-লুটপাট পছন্দ করেন না। আমরা এই নির্বাচনী আসনটি, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত, শান্তি ও নিরাপদ জনপদ গড়ে তুলতে চাই। জনগণের জন্য নিরাপদ বাসযোগ্য পার্বতীপুর ও ফুলবাড়ী  উপজেলা গড়তে চাই। পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনি ও কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া কঠিন শিলা খনির সম্পদ উত্তোলনে সব ধরনের অনিয়ম দূর করা হবে। আমরা যুব সমাজের বেকারত্ব দূরীকরণে, কর্মসংস্থান তৈরিসহ দুটি উপজেলায় স্বাস্থ্য ও চিকিৎসা সেবার মান দৃশ্যমান করতে চাই।

বাসস : নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

ডা. আব্দুল আহাদ : একটি সুশৃঙ্খল আন্দোলনের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের নেতা-কর্মীরা সুশৃঙ্খলভাবে জনগণের জীবন মান উনয়নে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমরা আরো গতিশীল করতে চাই। নির্বাচন কমিশনের আইন মেনেই আমাদের প্রচারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এবারে নির্বাচনের সুন্দর পরিবেশ বজায় রাখার চেষ্টা করছি।

বাসস : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

ডা. আব্দুর আহাদ : জুলাই বিপ্লবে এনসিপির অবদান সবচেয়ে বেশি রয়েছে। আমরা জুলাই আন্দোলনে শহীদের হত্যার বিচার চাই। যারা আন্দোলনে অংশ নিয়ে গুরুতর আহত হয়ে পঙ্গুত্ব অবস্থায় রয়েছে, তাদের রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে যথাযথ মর্যাদা দিতে হবে। আমরা যারা আন্দোলনে করেছি, জুলাই সনদ বাস্তবায়ন তাদের জন্য অস্তিত্ব বলে মনে করছি। জুলাই সনদের পক্ষে অর্থাৎ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে আমাদের শক্ত অবস্থান রয়েছে।

বাসস : আসন্ন সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

ডা. আব্দুল আহাদ : জনগণ ও ভোটারদের মৌলিক অধিকার পূরণে এনসিপি কাজ করছেন। সেই কাজের সঙ্গে আমি সক্রিয়ভাবে জড়িত। সুষ্ঠু নির্বাচন হলে, জনগণের ভোট প্রদানের মাধ্যমে আমি ও আমার দল বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।

দিনাজপুর-৫ আসনটি পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলা নিয়ে গঠিত। এই আসনে দুটি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন রয়েছে। আসনটিতে মোট ১৪১টি ভোট কেন্দ্র রয়েছে।

ভোটারের সংখ্যা ৪ লাখ, ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ২ লাখ ৩৮ হাজার ৫৮৪ জন পুরুষ এবং ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন নারী এবং ৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

আসনটিতে প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত ব্যারিস্টার একেএম কামরুজ্জামান, জাতীয় পার্টির কাজী মো. আব্দুল গফুর,স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক আহবায়ক ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক, বিএনপি নেতা জাকারিয়া বাচ্চু, এডভোকেট মো. হযরত আলী বেলাল ও মো. রুস্তম আলী।