শিরোনাম

মোশতাক আহমদ
ঢাকা, ২১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক আগমনে ব্যাপক প্রস্তুতি রয়েছে যুবদলের। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকল প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।
তিনি বলেন, উৎসুক নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের ভারে মুখরিত থাকবে ঢাকার রাজপথ।
আজ রোববার রাজধানীর পান্থপথে নিজ বাস ভবনে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে বাংলাদেশ যুবদলের পক্ষ থেকে আমরা ইতোমধ্যেই দেশব্যাপী প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় দেড় যুগ পরে বাংলাদেশে ফিরবেন। ২৫ ডিসেম্বর এ উপলক্ষে আমরা ইতিমধ্যেই সারা বাংলাদেশের জেলা মহানগর উপজেলা পৌরসভায় স্বাগত মিছিল করাসহ ঢাকায় গণজমায়েতের একটি কর্মসূচি শুরু করেছি। সারাদেশ থেকে নেতাকর্মীদের দলে দলে ঢাকায় আসা শুরু হয়েছে।’
তিনি বলেন, উৎসুক নেতাকর্মী ও দেশপ্রেমিক জনগণের ভারে মুখরিত থাকবে ঢাকার রাজপথ। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশের যে যেখানেই রয়েছে আমাদের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে সকলেই ঢাকা ছুটে আসবে।
তিনি বলেন, ঢাকা মানুষের নগরীতে পরিণত হবে। ঢাকার কোথাও তিল ধারণের ঠাই থাকবে না। এবং সকলে এয়ারপোর্টে হয়তো যেতে পারবেনা। কিন্তু ঢাকায় এসে পৌঁছবে প্রিয় নেতাকে বরণ করে নেবার জন্য।
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত এবং ভবিষ্যতেও দীর্ঘ সময় পর্যন্ত এই এইরকমের জনসমাগম ও ঐতিহাসিক ক্ষণ আর তৈরি হবে বলে আমি মনে করি না। ২৫ ডিসেম্বর তারিখটি যেমন ঐতিহাসিক হবে আর ঢাকা শহরে মানুষের আগমনের মধ্য দিয়ে যে পরিমাণ সমাবেশ হবে সেটাও ঐতিহাসিক হবে।
তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত ১৬ বছর ফ্যাসিবাদ আন্দোলনে ধারাবাহিক নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন। তিনি এখন আর বিএনপির নেতা নন। আমি মনে করি তিনি এখন বাংলাদেশের জন মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।’
যুবদল সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আমাদের প্রিয় নেতাকে বরণ করে নেবার জন্য সম্ভাব্য যা করণীয় আমরা তা করছি। এখানে মূল কাজ হচ্ছে নেতাকর্মীরা ঢাকায় আসা। এবং নেতাকে বরণ করে নেবার জন্য যে অনুষ্ঠানগুলো হবে বিশেষ করে তাদের মিছিল, তাদের জমায়েত এগুলো কালারফুল করা।’
তিনি বলেন, ইতিমধ্যে আমি যেটা বলেছি যে সারা বাংলাদেশের প্রতিটি জেলায় মহানগরে এবং উপজেলা পর্যন্ত স্বাগত মিছিল হচ্ছে, আজকেও হবে এবং এটা অব্যহত থাকবে ঢাকাতে তারা রওনা দেওয়ার আগ পর্যন্ত।
তিনি বলেন, বিএনপি ইতিমধ্যে তারেক রহমানের আগমন উপলক্ষে অভ্যর্থনা কমিটি করেছে।
সেখানে বিএনপি তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের সঙ্গে নিয়ে ধারাবাহিক মিটিংগুলো করেছে সেখানে আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে। আমরা আশা করি, এই আগমন ২৫ ডিসেম্বর একটি ঐতিহাসিক আগমন হবে যেটা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।