শিরোনাম

ঢাকা, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে ‘কার্যকর’ আলোচনার পর আজ শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনে, মার্কিন ও রাশিয়ার কর্মকর্তারা বৈঠক করবেন বলে জানা গেছে। ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন যুদ্ধের অবসানের কূটনৈতিক প্রচেষ্টা গতি পেয়েছে। তবে মস্কো ও কিয়েভ পরবর্তী যুদ্ধের সমঝোতার মূল ইস্যু ভূখণ্ড সম্পর্কে এখনো একমত নয়।
ক্রেমলিনের এক বিবৃতি বলা হয়েছে, রাষ্ট্রদূত স্টিভ উইটকফের নেতৃত্বে মার্কিন আলোচকরা শুক্রবার ভোর পর্যন্ত মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন।
ক্রেমলিনের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, তাদের আলোচনা ‘প্রত্যেক দিক থেকে উপকারী হয়েছে।’
উইটকফ ও মার্কিন দল আবুধাবিতে যাচ্ছেন, যেখানে আলোচনা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
উশাকভ বলেন, রাশিয়ার জিআরইউ সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল ইগর কোস্ত্যুকভের নেতৃত্বে একটি রাশিয়ান প্রতিনিধিদলও ‘আগামী কয়েক ঘন্টার মধ্যে’ সেখানে যাবে।
উশাকভ আরও বলেন, ‘নিরাপত্তা বিষয়ক ত্রিপক্ষীয় কর্মী গোষ্ঠীর প্রথম বৈঠক আজ আবুধাবিতে অনুষ্ঠিত হবে বলে একমত হয়েছে।’