বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:২০

চাঁপাইনবাবগঞ্জে ৩টি আসনে বিএনপির প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শুরু

ছবি : বাসস

চাঁপাইনবাবগঞ্জ, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার তিনটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত তিনজন প্রার্থী আনুষ্ঠানিক ধানের শীষের প্রচারণা শুরু করেছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুরে ফিতা কেটে মোবারকপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কার্যালয়ের উদ্বোধন করে প্রচারণা শুরু করেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিঞা। 

এদিকে গতকাল  বিকেলে নাচোল পৌর এলাকার বাসস্ট্যান্ড মোড়ে ধানের শীষের মিছিলের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোহা. আমিনুল ইসলাম। এছাড়া সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিকেলে উপজেলার রানীহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর হাই স্কুল মাঠে জনসভার মধ্য দিয়ে প্রচারণা শুরু করেন সাবেক এমপি মো. হারুনুর রশিদ। 

নির্বাচনী প্রচারণায় তিন জন প্রার্থী তাদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান। এসময় তারা শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সকলকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।