বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫৯

রংপুরের ছয় আসনে ২৩,৫৬৭ জন পোস্টাল ব্যালট ভোটার

ছবি : বাসস

।। মো. মামুন ইসলাম।।

রংপুর, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রযুক্তির উৎকর্ষকতার বদৌলতে আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশ-বিদেশে অবস্থানরত ২৩ হাজার ৫৬৭ জন ভোটার রংপুর জেলায় ছয়টি সংসদীয় আসনে প্রথমবারের মতো ‘পোস্টাল ব্যালটে’ ভোট দেবেন।

অনলাইনে নিবন্ধনকৃত এই সব ভোটারদের মধ্যে রয়েছেন প্রবাসী বাংলাদেশী নাগরিকসহ দেশ-বিদেশে কর্মরত সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও কারাগারে থাকা ভোটারগণ।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র বাসসকে জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে গত ৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধনের সময়সীমার মধ্যে দেশ-বিদেশে অবস্থানরত রংপুর জেলার ২৩ হাজার ৫৬৭ জন ভোটার তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধিত ভোটারদের কাছে এর মাঝেই ডাকযোগে ব্যালট পেপার পাঠানো শুরু হয়েছে।

আসনভিত্তিক নিবন্ধন তথ্যানুযায়ী, রংপুর-১ (গঙ্গাচড়া ও রংপুর সিটির ১ থেকে ৯ নং ওয়ার্ড) আসনে তিন হাজার ২৫৭ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

এই আসনে মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ২২৭ জন।

রংপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ছয় জন প্রার্থী।

এর মধ্যে বিএনপি’র মোকাররম হোসেন সুজন (ধানের শীষ), জাতীয় পার্টির ব্যারিষ্টার মঞ্জুম আলী (লাঙল), জামায়াতে ইসলামীর রায়হান সিরাজী (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী আহসানুল আরেফিন (কাঁচি), ইসলামী আন্দোলনের এটিএম গোলাম মোস্তফা (হাতপাখা) ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আনাস (চেয়ার)।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে মোট ভোটার তিন লাখ ৮০ হাজার ৯২১ জন।

এর মধ্যে তিন হাজার ১১৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন।

এই আসনে প্রতিদ্বন্দ্বী পাঁচজন প্রার্থীরা হচ্ছেন— জামায়াতে ইসলামীর এটিএম আজহারুল ইসলাম (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির আনিছুল ইসলাম মন্ডল (লাঙল), বিএনপি’র মোহাম্মদ আলী সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের আশরাফ আলী (হাতপাখা) ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র আজিজুর রহমান (তারা)।

রংপুর-৩ (সদর ও রংপুর সিটির ১০ থেকে ৩৩ নং ওয়ার্ড) আসনে পাঁচ হাজার ২৩০ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন। এই আসনে মোট ভোটার পাঁচ লাখ আট হাজার ২২৪ জন।

এ আসন থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ সংখ্যক ভোটার তাদের নিবন্ধন করেছেন।

এই আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন— বিএনপি’র সামসুজ্জামান সামু (ধানের শীষ), জাতীয় পার্টির জিএম কাদের (লাঙল), ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল (হাতপাখা), জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল (দাঁড়িপাল্লা), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-(বাসদ)-এর আব্দুল কুদ্দুস (মই), তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী (হরিণ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী’র আনোয়ার হোসেন বাবলু (কাঁচি) ও বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান (সূর্যমূখী)।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে মোট ভোটার পাঁচ লাখ নয় হাজার ৯০৬ জন।

এর মধ্যে চার হাজার ৬৪৩ জন ভোটার পোস্টাল ব্যালটে তাদের নিবন্ধন করেছেন।

এই আসন থেকে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন— বিএনপি’র এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান (লাঙল), এনসিপি’র আখতার হোসেন (শাপলা কলি), ইসলামী আন্দোলনের জাহিদ হোসেন (হাতপাখা), বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা (রিকশা), বাংলাদেশ কংগ্রেসের উজ্জ্বল চন্দ্র রায় (ডাব), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মাকর্সবাদী’র প্রগতি বর্মণ তমা (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাসার (হরিণ)।

এছাড়া রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৪ হাজার ৪৪৫ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন।

এখানে মোট ভোটার ৪ লাখ ৬৯ হাজার ১৮৯ জন।

এ আসনে ১০ জন প্রার্থীরা হচ্ছেন— জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির এসএম ফখর উজ জামান (লাঙল), বিএনপি’র গোলাম রব্বানী (ধানের শীষ), ইসলামী আন্দোলনের গোলজার হোসেন (হাতপাখা), নাগরিক ঐক্যের মোফাখখারুল ইসলাম নবাব (কেটলি), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি-সিপিবি’র আবু হেলাল (কাস্তে), আমার বাংলাদেশ পার্টি’র আব্দুল বাছেত (ঈগল), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মাকর্সবাদী) বাবুল আক্তার (কাঁচি) ও বাংলাদেশ কংগ্রেসের মাহবুবুর রহমান (ডাব)।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ২ হাজার ৮৭৬ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

এখানে মোট ভোটার তিন লাখ ৫৫ হাজার ৭৩৫ জন।

এই আসনে আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন— বিএনপি’র সাইফুল ইসলাম (ধানের শীষ), জাতীয় পার্টির নুর আলম মিয়া (লাঙল), জামায়াতে ইসলামীর নুরুল আমীন (দাঁড়িপাল্লা), আমার বাংলাদেশ-এবি পার্টির ছাদেকুল ইসলাম (ঈগল), ইসলামী আন্দোলনের সুলতান মাহমুদ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম (ফুটবল) ও স্বতন্ত্র প্রার্থী তাকিয়া জাহান চৌধুরী (সূর্যমুখী)।

রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, নিবন্ধিত ভোটাররা ব্যালট পেপার পাওয়ার পর তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নিকটস্থ ডাক বিভাগের মাধ্যমে পোষ্টাল ব্যালটটি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ফেরত পাঠাবেন।

রংপুরের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান বাসসকে জানান, বর্তমানে রংপুর জেলায় মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। এর মধ্যে নারী ভোটার ১৩ লাখ ছয় হাজার ৩৩৩ জন, পুরুষ ভোটারের সংখ্যা ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন ও হিজড়া ভোটার রয়েছে ৩১ জন।

আগামী ২২ ফেব্রুয়ারি জেলার ছয়টি আসনে মোট ৮৭৩টি ভোট কেন্দ্রে চার হাজার ৯৮৮টি বুথে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।