শিরোনাম

মেহেরপুর, ২৩ জানয়ারি, ২০২৬ (বাসস): জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়,সরকারি উচ্চ বালক বিদ্যালয়, মেহেরপুর সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যার দেবী সরস্বতী পূজা উদযাপন করা হয়।
আরো আলো আরো আলো, এই নয়নে প্রভু ঢালো এই উক্তির মাধ্যমে শিক্ষার্থীরা ‘বাণী অর্চনা’ করেন।
বক্তারা বলেন— ঊনবিংশ শতাব্দীতে পাঠশালায় প্রতি মাসের শুক্লা পঞ্চমী তিথিতে ধোয়া চৌকির উপর তালপাতার তাড়ি ও দোয়াত-কলম রেখে পূজা করার প্রথা ছিল। গ্রামাঞ্চলে এই প্রথা বিংশ শতাব্দীতেও প্রচলিত ছিল। সরস্বতী শব্দের অর্থ হলো জনবতী বা নদী। অনেক পণ্ডিতই মনে করেন দেবী সরস্বতী প্রথমে ছিলেন নদী। পরে তিনি দেবী হিসেবে পূজিত হন। তিনি চেতনা ও জ্ঞানের দেবী। মাঘ মাসের পঞ্চমী তিথিতে তাঁকে পূজা করা হয়। এই কারণে সেই দিনটিকে বসন্তপঞ্চমী বা শ্রীপঞ্চমী তিথিও বলা হয়ে থাকে।
মেহেরপুর সরকারি মহিলা কলেজে মঙ্গল প্রদীপ জ্বেলে সরস্বতী পূজার উদ্বোধন করেন কলেজের উপাধাক্ষ আব্দুল্লাহ আল আমিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক রুপালি বিশ্বাস, শিক্ষার্থী পল্লবী কুন্ডুু, ঐতিহ্য সাকারি ও অনিন্দিতা সরকার।