বাসস
  ২৩ জানুয়ারি ২০২৬, ১৫:২৬

রাবিপ্রবিতে সরস্বতী পূজা উদযাপন

ছবি : বাসস

রাঙ্গামাটি, ২৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): রাঙ্গামাটি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)  সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে পূজা শুরু হয়ে বেলা সাড়ে ১১টায় পুষ্পাঞ্জলি শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফখরুদ্দিন, রাবিপ্রবি'র সহকারী প্রক্টর ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জি এম সেলিম আহমেদ , ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা, ছাত্র হলের সহকারী প্রভোস্ট ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. আবদুল হালিম এবং সরস্বতী পূজা উদযাপন কার্যকরী কমিটি-২০২৬ এর  আহবায়ক ও রাবিপ্রবি'র কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব ধ্বনিতা ত্রিপুরা।

এছাড়া পূজা উদযাপন কার্যকরী কমিটির সভাপতি  তুর্য দেওয়ানজিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে  দুপুরে ২টায় প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া  সার্বজনীন সরস্বতী পূজা উপলক্ষে আজ  বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা ৭টায় সন্ধ্যা আরতি সম্পন্ন করার মধ্য দিয়ে  দিনব্যাপী পূজার কার্যক্রম শেষ হবে। রাবিপ্রিবি ছাড়াও জেলা, উপজেলার  শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের আয়োজনে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে।