শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো সোমবার বলেছেন, তিনি ‘যত দ্রুত সম্ভব’ দেশে ফিরতে চান। একই সঙ্গে তিনি কারাকাসের অন্তর্বর্তী প্রেসিডেন্টের কড়া সমালোচনা করেছেন। ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
গত সপ্তাহের শেষে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের পর এটিই ছিল নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই নেতার প্রথম প্রকাশ্য মন্তব্য। ওই সময় মার্কিন সেনাবাহিনী জোরপূর্বক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ করে।
এক অজ্ঞাত স্থান থেকে ফক্স নিউজের সঞ্চালক শন হ্যানিটির সঙ্গে কথা বলেন মাচাদো। তিনি বলেন, ‘আমি যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছি।’
মাচাদো স্পষ্টভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, রদ্রিগেজ ‘নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি ও মাদক পাচারের অন্যতম প্রধান স্থপতি।’
রদ্রিগেজ মাদুরোর শাসনামলে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার ইঙ্গিতও দিয়েছেন।
মাচাদোর দাবি, রদ্রিগেজকে ভেনেজুয়েলার জনগণ প্রত্যাখ্যান করেছে। ভোটাররা বিরোধীদের পাশেই রয়েছে।
তিনি বলেন, ‘স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনে আমরা ৯০ শতাংশের বেশি ভোটে জয়ী হব। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই।’
মাচাদো আরো বলেন, তিনি ভেনেজুয়েলাকে ‘আমেরিকা মহাদেশের জ্বালানি কেন্দ্র’ হিসেবে গড়ে তুলতে চান। একই সঙ্গে দেশের ক্ষতি করা সব ‘অপরাধী কাঠামো’ ভেঙে ফেলার অঙ্গীকার করেন।
তিনি জানান, দেশ ছাড়তে বাধ্য হওয়া লাখো ভেনেজুয়েলানকে তিনি আবার দেশে ফিরিয়ে আনবেন।