বাসস
  ০৭ জানুয়ারি ২০২৬, ১৯:০৪

বিলিয়ন ডলার মূল্যের তেল হস্তান্তর করবে ভেনেজুয়েলা : ট্রাম্প

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস)  : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের কাছে কয়েক কোটি ব্যারেল তেল হস্তান্তর করবে। যুক্তরাষ্ট্রের এক অভিযানে দেশটির যুক্তরাষ্ট্রবিরোধী প্রেসিডেন্ট ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক দিন পর এই ঘোষণা এলো।

কারাকাস থেকে এএফপি জানায়, ট্রাম্প বলেন, ‘উচ্চমানের, নিষেধাজ্ঞাভুক্ত’ ৩০৫০ মিলিয়ন ব্যারেল ভেনেজুয়েলান অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রের বন্দরে পাঠানো হবে। বর্তমান বাজারদরে এর সম্ভবত ২ বিলিয়ন ডলারের বেশি রাজস্ব তার ব্যক্তিগত নিয়ন্ত্রণে রাখা হবে।

এটি এখনও স্পষ্ট নয় যে ভেনেজুয়েলার নতুন শাসক অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ এই তেল হস্তান্তরে সম্মত হয়েছেন কী না, পরিকল্পনাটি কীভাবে বাস্তবায়িত হবে, কিংবা এর আইনি ভিত্তি কী।

যদি নিশ্চিত হয়, তবে এটি হবে ভেনেজুয়েলার নতুন নেতা ও তার সামরিক সমর্থিত সরকার যুক্তরাষ্ট্রের একগুচ্ছ ব্যতিক্রমধর্মী দাবির সঙ্গে সমঝোতায় আগ্রহী- এর প্রথম বড় ইঙ্গিত।

মন্তব্য জানতে চাওয়া হলে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

গত শনিবার যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী কারাকাস থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ধরে মাদক সংক্রান্ত অভিযোগে বিচারের মুখোমুখি করতে নিউইয়র্কে নিয়ে যায়।

এরপর থেকে ট্রাম্প বলে আসছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে ‘চালাবে’ এবং বিশ্বের সর্ববৃহৎ প্রমাণিত তেল মজুত থাকা দেশটির তেল নিয়ন্ত্রণ করবে মার্কিন কোম্পানিগুলো।

মাদুরোর ঘনিষ্ঠ মহলের দীর্ঘদিনের সদস্য—উপ-রাষ্ট্রপতি ও জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা—অন্তর্বর্তী প্রেসিডেন্ট রোদ্রিগেজ যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অঙ্গীকার করেছেন; ট্রাম্প আরও বিস্তৃত শাসনব্যবস্থা পরিবর্তনের পথে এগোতে পারেন—এমন আশঙ্কার মধ্যেই তার এই অবস্থান।

ওয়াশিংটনের কর্মসূচি মান্য না করলে তেল শিল্পের নিয়ন্ত্রণ ছাড়তে এবং কিউবা, চীন, ইরান ও রাশিয়ার সঙ্গে সম্পর্ক দুর্বল করতে অস্বীকৃতি জানালে  রোদ্রিগেজকে ‘খুব বড় মূল্য, সম্ভবত মাদুরোর চেয়েও বড়’ দিতে হবে- এমন সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প।

তবে সময়বিশেষে রোদ্রিগেজকে অনড় মনে হয়েছে এবং তিনি সামরিক, পুলিশ ও গোয়েন্দা সংস্থার নিয়ন্ত্রণে থাকা কট্টরপন্থীদের পাশে দাঁড়িয়ে আছেন বলেও মনে হয়েছে।

‘ভেনেজুয়েলায় আমাদের দেশ শাসন করছে ভেনেজুয়েলার সরকার—অন্য কেউ নয়,’ মঙ্গলবার বলেন রোদ্রিগেজ। ‘ভেনেজুয়েলাকে কোনো বিদেশি প্রতিনিধি শাসন করছে না।’

এর বিপরীতে ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন এখন দক্ষিণ আমেরিকার এই দেশটির ‘দায়িত্বে’ এবং পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের আধিপত্যের এক নতুন মতবাদ প্রতিষ্ঠার অঙ্গীকার করেছেন।

‘ট্রাম্প নির্দ্বিধায় একটি সার্বভৌম দেশের ওপর যুক্তরাষ্ট্রের প্রটেক্টোরেট প্রতিষ্ঠা করছেন এবং তার সম্পদের ওপর অধিকার দাবি করছেন,’ বলেন সাবেক ভেনেজুয়েলান কূটনীতিক আলফ্রেডো তোরো হার্ডি। তিনি একে ‘লাতিন আমেরিকায় এক শতাব্দীরও বেশি সময়ে দেখা যায়নি—এমন কিছু’ হিসেবে বর্ণনা করেন। 
ট্রাম্প জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে ৩০৫০ মিলিয়ন ব্যারেল তেলের পরিকল্পিত হস্তান্তর ও বিক্রয় ‘তাৎক্ষণিকভাবে’ কার্যকর করতে দায়িত্ব দেন।

বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতায় টিকে থাকতে রোদ্রিগেজের সামনে কঠিন চ্যালেঞ্জ—একদিকে ট্রাম্পের দাবি, অন্যদিকে নিরাপত্তা বাহিনী ও আধাসামরিক শক্তির নিয়ন্ত্রণে থাকা সরকারি কট্টরপন্থীদের চাপ—দুটির মধ্যে ভারসাম্য রক্ষা।

রোদ্রিগেজ শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো ও প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজের সঙ্গে ঐক্যের বার্তা দিতে চেয়েছেন। এ দু’জনকে মাদুরো প্রশাসনের প্রধান ক্ষমতাকেন্দ্র হিসেবে দেখা হয়।

শনিবার থেকে নিরাপত্তা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি রয়েছে রাস্তায়, এবং কাবেলো হাজার হাজার মাদুরো সমর্থককে নিয়ে কারাকাসে মিছিলের নেতৃত্ব দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের মুক্তির দাবিতে।

যুক্তরাষ্ট্রের অভিযানে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার ঘটনায় মোট কতজন নিহত হয়েছেন তা এখনও নিশ্চিত করেনি ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার সামরিক বাহিনী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের হামলায় নিহত ২৩ সেনার তালিকা প্রকাশ করেছে—যাদের মধ্যে পাঁচজন জেনারেল।

ঘনিষ্ঠ মিত্র হাভানা পৃথকভাবে ৩২ জন নিহত কিউবান সামরিক সদস্যের তালিকা দিয়েছে; তাঁদের অনেকেই ছিলেন মাদুরোর নিরাপত্তা দলের সদস্য।

ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব মঙ্গলবার ‘ডজনখানেক’ বেসামরিক ও সামরিক নিহতের কথা বলেন—তবে বিস্তারিত বিভাজন দেননি।

নিহতদের স্মরণে রোদ্রিগেজ সাত দিনের শোক ঘোষণা করেছেন।

‘আমরা আত্মসমর্পণ করি না—আমরা হাল ছাড়ি না,’ মঙ্গলবার তিনি ঘোষণা করেন, যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের ‘শহীদ’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানান।

হোয়াইট হাউস এই ধারণা নাকচ করে দিয়েছে যে ভেনেজুয়েলার গণতান্ত্রিক বিরোধীরা- যাদেরকে গত বছরের নির্বাচনে প্রকৃত বিজয়ী বলে ব্যাপকভাবে মনে করা হয়- ক্ষমতায় আসতে পারে।

মাদুরো-পরবর্তী রূপান্তরে ওয়াশিংটনের কাছে প্রান্তিক হয়ে পড়া বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, রোদ্রিগেজ বিশ্বাসযোগ্য নন।

‘তিনি রাশিয়া, চীন ও ইরানের সঙ্গে প্রধান মিত্র ও সংযোগকারী—নিশ্চিতভাবেই এমন কেউ নন, যাকে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বিশ্বাস করতে পারে,’ ফক্স নিউজকে বলেন মাচাদো।

দমনমূলক নিরাপত্তা ব্যবস্থার অস্তিত্ব বজায় থাকার ইঙ্গিত হিসেবে, সাংবাদিক ইউনিয়নের তথ্য অনুযায়ী সোমবার ভেনেজুয়েলায় ১৬ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মীকে আটক করা হয়।

পরে সবাইকে মুক্তি দেওয়া হয়।

ট্রাম্প মঙ্গলবার রিপাবলিকান আইনপ্রণেতাদের বলেন, মাদুরো ছিলেন ‘হিংস্র লোক’, যিনি ‘লাখো মানুষ হত্যা করেছেন’; একই সঙ্গে তিনি দাবি করেন, রোদ্রিগেজ প্রশাসন কারাকাসে একটি নির্যাতনকক্ষ ‘বন্ধ করে দিচ্ছে’।

সংবিধান অনুযায়ী, মাদুরোকে আনুষ্ঠানিকভাবে অনুপস্থিত ঘোষণা করা হলে- যা ছয় মাস পর হতে পারে- এরপর ৩০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।