বাসস
  ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩২

সবাইকে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে রাস্তায় নামার আহ্বান মাদুরোর ছেলের

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে ভেনেজুয়েলার জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন নিকোলাস মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

মার্কিন বাহিনী কর্তৃক তার বাবার ক্ষমতাচ্যুত হওয়ার এবং নিউ ইয়র্ক কারাগারে স্থানান্তরের পর নিকোলাস মাদুরোর কংগ্রেসম্যান পুত্র রোববার ভেনেজুয়েলার জনগণকে এ আহ্বান জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৩৫ বছর বয়সী নিকোলাস মাদুরো গুয়েরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এক অডিও বার্তায় ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি শিগগিরই আমাদের রাস্তায় দেখতে পাবেন, আপনি আমাদের জনগণের পাশে দেখতে পাবেন, আপনি আমাদের মর্যাদার পতাকা ওড়াতে দেখবেন।’

তার সহকারীরা এএফপিকে ওই রেকর্ডিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

গুয়েরা বলেন, ‘তারা আমাদের দুর্বল করতে চায়, কিন্তু আমরা দুর্বলতা দেখাব না।’ গুয়েরার বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষ ‘মাদক সন্ত্রাসবাদের’ অভিযোগ এনেছে।

শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। মাদুরোর ঘনিষ্ঠ বৃত্তের কেউ বিশ্বাসঘাতকতা করে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করেছে বলে জল্পনা রয়েছে। এই জল্পনাকে সমর্থন করে গুয়েরা বলেন, ‘ইতিহাস বলবে কারা বিশ্বাসঘাতক ছিল, ইতিহাস তা প্রকাশ করবে।’

সামাজিক মাধ্যমে তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার সাবেক ক্যারিশম্যাটিক নেতা হুগো শ্যাভেজের প্রতিষ্ঠিত সাম্রাজ্যবাদবিরোধী সমাজতান্ত্রিক আন্দোলন টিকে থাকবে।