শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধ করছে না, এই লড়াই মাদকচক্রের বিরুদ্ধে। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
বার্তা সংস্থা তাস জানায়, ট্রাম্প বলেছেন, ‘না, আমরা যুদ্ধ করছি না। আমরা যুদ্ধ করছি তাদের সঙ্গে, যারা মাদক বিক্রি করে। আমরা যুদ্ধ করছি তাদের বিরুদ্ধে, যারা তাদের কারাগার ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠান খালি করে মাদকাসক্ত ও মানসিক রোগীদের আমাদের দেশে পাঠায়।’
ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘হোয়াইট হাউস বিশ্বাস করে— আগামী ৩০ দিনের মধ্যে ভেনেজুয়েলায় নতুন নির্বাচন হবে না।’
ভেনেজুয়েলায় এক মাসের মধ্যে নির্বাচন হওয়ার সম্ভাবনা নিয়ে এক প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের আগে দেশটিকে ঠিক করতে হবে। আপনি নির্বাচন করতে পারবেন না। জনগণ ভোটও দিতে পারবে না। এতে সময় লাগবে। আমাদের দেশটিকে সুস্থ করে তুলতে হবে।’
এ সময় ট্রাম্প ভেনেজুয়েলা-সংক্রান্ত বিষয়গুলো দেখভালের জন্য যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করেন। তাদের মধ্যে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ, হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
ট্রাম্প বলেন, ভিন্ন ভিন্ন বিষয়ে তাদের সবারই দক্ষতা আছে।