শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের নাটকীয় অভিযানের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। বৈশ্বিক সংস্থাটি মঙ্গলবার সতর্ক করে বলেছে, এটি স্পষ্টভাবে ‘আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি খর্ব করেছে।’
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘কোনো রাষ্ট্র অন্য কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দিতে বা বলপ্রয়োগ করতে পারে না।’