বাসস
  ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:০০

বন্দর নির্মাণে চীনের সঙ্গে কুয়েতের ৪.১ বিলিয়ন ডলারের চুক্তি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : একটি বৃহৎ সমুদ্র বন্দর নির্মাণে চীনের সঙ্গে ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে কুয়েত। তেলসমৃদ্ধ দেশটি বৈশ্বিক বাণিজ্যে বড় ভূমিকা রাখার মাধ্যমে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে এ উদ্যোগ গ্রহণ করেছে।

কুয়েত সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গতকাল সোমবার সরকারি অর্থ তদারকি সংস্থা স্টেট অডিট ব্যুরো জানিয়েছে, মুবারক আল-কাবির বন্দর প্রকল্প সম্পন্ন করতে প্রকৌশল, সরবরাহ এবং নির্মাণ চুক্তির ব্যয় হবে ১ দশমিক ২৮ বিলিয়ন কুয়েতি দিনার (৪ দশমিক ১৬৪ বিলিয়ন ডলার)।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুবিয়ান দ্বীপে মুবারক আল-কাবির বন্দর নির্মাণের জন্য প্রকৌশল-সরবরাহ-নির্মাণ চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ আহমদ আল-আব্দুল্লাহ আল-আহমদ আল-সাবাহ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ প্রকল্প কুয়েতের আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে অংশীদারিত্ব বৃদ্ধি করবে।

চীনের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স লিউ শিয়াং বলেন, এই চুক্তি ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগে অংশগ্রহণের প্রতিফলন।

২০২৩ সালে কুয়েত চীনের সঙ্গে সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যার মধ্যে ছিল মুবারক আল-কাবির বন্দর; পাশাপাশি আবাসন, পানি পরিশোধন এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প।