শিরোনাম

ঢাকা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কাবুলের একটি রেস্তোরাঁয় বোমা হামলায় অন্তত একজন চীনা নাগরিকসহ সাতজন নিহত হওয়ার পর আফগানিস্তানকে চীনের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে বেইজিং।
আফগানিস্তানের সঙ্গে চীনের ৭৬ কিলোমিটার দীর্ঘ দুর্গম সীমান্ত রয়েছে। তালেবান সরকারের সঙ্গেও বেইজিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, চীন আফগান পক্ষের কাছে জরুরি বার্তা দিয়েছে। এতে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা ও চীনা নাগরিকদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
শহরের পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, সোমবার কাবুলের মধ্যাঞ্চলে ‘চাইনিজ নুডল’ রেস্তোরাঁয় বিস্ফোরণে একজন চীনা এবং আরো ছয়জন আফগান নিহত হয়।
এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানায়, এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠীর আঞ্চলিক শাখা। এটি ছিল চীনা নাগরিকদের লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলা।
কাবুল পুলিশের মুখপাত্র জানান, শার-ই-নও এলাকায় অবস্থিত রেস্তোরাঁটিতে মূলত চীনা মুসলমানরা যায়।
বেইজিং জানায়, হামলায় পাঁচজন চীনা নাগরিক আহত হয়েছে। একই সঙ্গে আফগানিস্তান ভ্রমণে চীনা নাগরিকদের সতর্ক করা হয়েছে।
তালেবান কর্মকর্তারা দেশে নিরাপত্তা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন। বিদেশি সহায়তা কমে যাওয়ায় গুরুত্বপূর্ণ রাজস্ব নিশ্চিত করতে তারা বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।