শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গতকাল মঙ্গলবার বলেছেন, ভেনেজুয়েলার মাদক পাচারকারী নৌকাগুলোকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্র ‘সবেমাত্র’ অভিযান শুরু করেছে। যদিও এই হামলা নিয়ে প্রতিবাদ চলছে। সমালোচকরা মার্কিন এই হামলাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলে অভিহিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে যুক্তরাষ্ট্রের সেনারা একটি জাহাজের ধ্বংসাবশেষে পুনরায় হামলা চালায়। জাহাজটিতে ইতোমধ্যেই একবার হামলা চালানো হয়েছিল। প্রথম হামলায় জাহাজটির দুই জন আরোহী বেঁচে গিয়েছিল। দ্বিতীয়বারের হামলায় ওই দুই ব্যক্তিও নিহত হয় বলে জানা গেছে।
এই ঘটনায় হেগসেথ ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সমালোচনার মুখে পড়েছে।
হোয়াইট হাউস ও পেন্টাগন উভয়েই সেই সিদ্ধান্ত থেকে হেগসেথকে দূরে রাখতে চেয়েছে।
তবে কিছু মার্কিন আইন প্রণেতা জানিয়েছেন, এই ঘটনা যুদ্ধাপরাধ হতে পারে।
এই ঘটনায় অভিযান তদারককারী অ্যাডমিরালের ওপর দোষ চাপানো হয়েছে।
হেগসেথ গতকাল মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বলেন, ‘আমরা ‘সবেমাত্র’ মাদকদ্রব্যবাহী নৌযানগুলোতে হামলা শুরু করেছি এবং সমুদ্রের মাদক-সন্ত্রাসীদের আটকাতে শুরু করেছি। কারণ তারা আমেরিকার জনগণকে বিষাক্ত করে তুলেছে।’
হেগসেথ বলেন, ‘আমরা কিছুটা বিরতি নিয়েছি। কারণ এই মুহূর্তে হামলার জন্য নৌযান খুঁজে পাওয়া কঠিন।’
তিনি আরও বলেন, প্রতিরোধের বিষয়টি গুরুত্বপূর্ণ।
পেন্টাগনের প্রধান জানান, তিনি প্রথম হামলা দেখেছেন। তবে বেঁচে যাওয়া ব্যক্তিদের দেখেননি।
তিনি একই সঙ্গে দ্বিতীয় হামলাকে সমর্থন করে বলেন, হামলাটি করা সঠিক সিদ্ধান্ত ছিল।
এর আগে মঙ্গলবার, পেন্টাগনের প্রেস সেক্রেটারি কিংসলে উইলসন জোর দিয়ে বলেছেন যে হামলাগুলো বৈধ ছিল।
তিনি এক সংবাদ সম্মেলনে বলেন, এই অভিযানগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক উভয় আইনের অধীনেই বৈধ।