শিরোনাম
ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): ভারী বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ভারতশাসিত কাশ্মীরের হিমালয় অঞ্চলের পাহাড়ি একটি গ্রামে অন্তত ৩৪ জনের প্রাণহানি ঘটেছে। আজ বৃহস্পতিবার স্থানীয় শীর্ষ একজন কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান।
রায়নগর থেকে এএফপি জানায়, চলতি মাসে ভারতে এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে কিশতওয়ার জেলায় ভারী বৃষ্টিপাতে ক্লাউডবার্স্টের কথা উল্লেখ করে বলেছেন, এটা খুবই দুঃখজনক ঘটনা।
আহতদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার সময় কিশতওয়ারের একটি হাসপাতালে উৎসুক জনতা ভিড় করছিল। কিশতওয়ার জেলা প্রশাসক পঙ্কজ কুমার শর্মা বলেন, ‘আমরা ৩৪ জনের মরদেহ উদ্ধার করেছি এবং আরো ৩৫ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।’
তিনি এএফপিকে বলেন, ‘আরো মরদেহ খুঁজে পাওয়ার আশঙ্কা রয়েছে।’
পার্শ্ববর্তী আথইল গ্রামের বাসিন্দা সুশীল কুমার বলেন, ‘আমি অন্তত ১৫ জনের মরদেহ হাসপাতালে নিয়ে যেতে দেখেছি।’
বৈরী আবহাওয়ার কারণে ঘটনাস্থলে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেগ পেতে হচ্ছে। কয়েকদিনের প্রচণ্ড ঝড়ের কারণে রাস্তা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। ওই অঞ্চলের প্রধান শহর শ্রীনগর থেকে ঘটনাস্থল সড়কপথে ২০০ কিলোমিটারেরও বেশি দূরে।