বাসস
  ১৪ আগস্ট ২০২৫, ২০:৩০

সিরিয়ার ইদলিবে বিস্ফোরণে নিহত ২

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস): সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিস্ফোরণে আজ বৃহস্পতিবার দুজন নিহত হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণের কারণ শনাক্ত করা যায়নি।

দামেস্ক থেকে এএফপি এ খবর জানায়।

ইদলিবের স্থানীয় বাসিন্দারা এএফপিকে জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ইদলিবে একটি বিস্ফোরণ ঘটেছে। তবে এর কারণ এখনো অজানা।

ইদলিবের স্বাস্থ্য বিভাগের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, দুজন নিহত এবং আরো চারজন আহত হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, অ-সিরীয় যোদ্ধাদের একটি ঘাঁটিতে বিস্ফোরণটি ঘটেছে। বিস্ফোরণের পর আকাশে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত মাসের শেষের দিকে ইদলিব প্রদেশে সিরিজ বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছে বলে ওই সময় জানিয়েছিল সিরিয়ান অবজারভেটরি।

এদিকে সিরিয়ার আলাউইতদের হত্যার ঘটনায় জাতিসংঘের একটি তদন্ত কমিশন আজ বৃহস্পতিবার বলেছে, সরকারি বাহিনী এবং মিত্র গোষ্ঠীগুলোর দ্বারা সংঘটিত সহিংসতা নথিভুক্ত হয়েছে। সেখানকার কিছু কাজ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে।

গত মার্চে সিরিয়ার ইসলামপন্থি শাসকদের অনুগত নিরাপত্তা বাহিনী ও বন্দুকধারীদের সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের আলাউইত সম্প্রদায়ের যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষে ১৭ শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। সেসময় বেশিরভাগ ধর্মীয় সংখ্যালঘু আলাউইত সম্প্রদায়ের বেসামরিক লোক প্রাণ হারান।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।