শিরোনাম
ঢাকা, ১৩ আগস্ট, ২০২৫ (বাসস) : সাম্প্রতিক ইসরাইলের হামলায় আল জাজিরার চার সাংবাদিক এবং দুই ফ্রিল্যান্সার নিহত হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে আল জাজিরা ।
সংবাদ চ্যানেলটি স্পষ্ট করে জানিয়েছে, নিহত ছয় জনের মধ্যে চার জন সাংবাদিক ছিলেন।
দোহা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কাতার-ভিত্তিক সম্প্রচারকটি গত রোববার ইসরাইলি হামলায় তার সংবাদদাতা আনাস আল-শরীফ, মোহাম্মদ ক্রিকেহ ও ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাহের, মোহাম্মদ নৌফাল ও মোমেন আলিওয়া নিহত হওয়ার বিষয়টি জানিয়েছিল।
তবে তাদের ইংরেজি ভাষার ওয়েবসাইটে একটি সংশোধিত প্রতিবেদনে আল জাজিরা স্পষ্ট করে জানিয়েছে যে, মোমেন আলিওয়া একজন ফ্রিল্যান্স ক্যামেরাম্যান হিসেবে কাজ করতেন।
তারা আরো জানায়, হামলায় নিহত সাংবাদিক মোহাম্মদ আল-খালিদিও একজন ফ্রিল্যান্সার ছিলেন।
চ্যানেলটি এর আগে ইসরাইলি হামলায় তাদের পাঁচ কর্মীকে হত্যার কথা উল্লেখ করেছিল।
আল জাজিরার বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি হামলায় আল জাজিরার সাংবাদিকের সংখ্যা ছিল চার।’
ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তরে গাজা সিটিতে সাংবাদিকদের তাঁবুতে হামলা আন্তর্জাতিক ক্ষোভ ও সাংবাদিক গোষ্ঠীগুলোর পক্ষ থেকে নিন্দার জন্ম দিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, তারা চ্যানেলের অন্যতম পরিচিত মুখ শরীফের ওপর হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে, তিনি একজন ‘সন্ত্রাসী’ যিনি সাংবাদিকের ছদ্মবেশে’ ছিলেন।
আল জাজিরা হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বলেছে, ‘নির্ভীক সাংবাদিক আনাস আল শরীফ ও তার সহকর্মীদের ওপর হামলা চালানোর জন্য একাধিক ইসরাইলি কর্মকর্তা ও মুখপাত্রদের বারংবার উস্কানি ও আহ্বানের’ পর ইসরাইলের এই হামলার ঘটনাটি ঘটেছে।
গাজা অবরুদ্ধ হওয়ার পর, এএফপিসহ বিশ্বের অনেক গণমাধ্যম স্থানীয় ফিলিস্তিনি সাংবাদিক কর্তৃক প্রদত্ত সংঘাতের ছবি, ভিডিও ও টেক্সট কভারেজের ওপর নির্ভর করছে।
মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জুলাইয়ের প্রথম দিকে বলেছিল যে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ২শ’ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন, যার মধ্যে বেশ কয়েকজন আল জাজিরার সাংবাদিক।